জাতীয়লিড স্টোরি

১২-১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি, ফের বৈঠক মঙ্গলবার

অনুসন্ধান বা সার্চ কমিটি নির্বাচন কমিশনা গঠনের লক্ষ্যে ১২ থেকে ১৩ জনের নামের তালিকা করেছে।

রবিবার ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সার্চ কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

এর আগে ৪টা ৫০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়।

তিনি বলেন, আজকের বৈঠকে আমরা ১২-১৩ জনের নাম প্রস্তুত করতে পেরেছি। আগামী ২২ তারিখ রাষ্ট্রপতির কাছে সুপারিশের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। আশা করছি ২৪ ফেব্রুয়ারি আমরা তা রাষ্ট্রপতির কাছে জমা দিতে পারব।

কমিটি প্রধান আরো বলেন, আমরা নির্ধারণ করেছি- এই নামগুলো আমরা প্রকাশ করব না। কারণ, এটা রাষ্ট্রপতির এখতিয়ার এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে দিলে তিনি যদি বলেন আপনারা প্রকাশ করেন, আমরা প্রকাশ করব। আমাদের প্রকাশ করার কথা আইনেও নাই, কোথায়ও নাই।

আজকের বৈঠকে সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

সার্চ কমিটিকে দেওয়া ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের আগেই এই তালিকা চূড়ান্ত করবে বলে আশা প্রকাশ করেন কমিটি প্রধান।

এর আগে শনিবার ২০ জনের প্রাথমিক তালিকা করেছিলেন তারা। সেদিন সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. সামসুল আরেফিন।

এদিকে, নতুন ইসি গঠনে গত শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা, দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এবং রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি।

ইতিমধ্যে সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এসব বৈঠকে প্রস্তাবিত ৩২২টি নাম প্রকাশ করেছে সার্চ কমিটি।

গত ৫ ফেব্রুয়ারি ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button