খেলা

১১ ঘণ্টার সফরে ঢাকায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে সোমবার (৩ জুলাই) ভোরে ঢাকা এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ভোর ৫টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি এমিলিয়ানো চলে যান হোটেলে। সেখানে বিশ্রাম নেয়ার পর দুপুরে তিনি যাবেন ফান্ডেডনেক্সট-এর কার্যালয়ে, যাদের তত্ত্বাবধানে মার্টিনেজ আসছেন ঢাকায়।

সেখানে জাতীয় দলের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন গোল্ডেন গ্লাভসজয়ী এই ফুটবলার।

এরপর বেলা ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবেন মার্টিনেজ।

সবশেষে বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা ছাড়বেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর এরই মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশে তার প্রায় ১১ ঘণ্টার সফর।

মার্টিনেজকে ঢাকায় আতিথেয়তা দিচ্ছে ডিজিটাল বিজনেস গ্রুপের প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার। যদিও ঢাকায় আসার জন্য কোনো সম্মানী নিচ্ছেন না তিনি। শুধু বিমান ভাড়া এবং হোটেলে বিশ্রাম নেওয়ার খরচ বহন করবে নেক্সট ভেঞ্চার।

মার্টিনেজের মূল সফরটা ভারতেই। বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক থাকায় নিজ আগ্রহে এখানে আসা তার। যে আগ্রহের কথা গত মে মাসে নিজের ফেসবুক পেজে এক বার্তায় জানিয়েছিলেন।  আর মার্টিনেজকে কলকাতা ও ঢাকায় আনার উদ্যোগটা নেন ভারতীয় স্পোর্টস প্রমোটর কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত।

Related Articles

Leave a Reply

Back to top button