বিনোদুনিয়া

১০ দিনেই কোটির ঘরে জয়ার ‘অর্ধাঙ্গিনী’

শুক্রবার (২ জুন) ভারতে মুক্তি পেয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ ।

জানা গেছে, মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি।

টলিউডের বক্স অফিস এক টুইটে জানায়, অনেক সময় আমরা কোনো সিনেমা থেকে কিছু প্রত্যাশা করি না। কিন্তু সেই ফিল্মটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। গত বছর যেমন ছিল ‘দোস্তজি’ আর চলতি বছর ‘অর্ধাঙ্গিনী’।

সূত্র হতে আরো জানা গেছে, ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এখনও সিনেমাটি কম সংখ্যক হল পেয়েছে। কিন্তু এ পর্যন্ত সিনেমাটি প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকার বেশি।

২০১৯ সালে ‘অর্ধাঙ্গিনী’র শুটিং শুরু হলেও নির্মাণ কাজ শেষে দীর্ঘ চার বছর পর চলতি মাসে মুক্তি পায় এটি। কৌশিক গাঙ্গুলির নির্মাণে এর গল্পে উঠে এসেছে প্রাক্তন ও বর্তমান সম্পর্কের টানাপোড়েন। বর্তমানে সিনেমাটির প্রচারণায় অংশ নিতে কলকাতায় রয়েছেন জয়া আহসান। এতে জয়া ছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলিসহ অনেকে।

Related Articles

Leave a Reply

Back to top button