রাজকূট

১০ ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আওয়ামী লীগ রাজপথ কাউকে ছেড়ে দেয়নি। ১০ ডিসেম্বর রাজপথ আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকবে। ঐদিন বিএনপি-জামায়াতকে রাজপথে খুঁজে পাওয়া যাবে না।’ সোমবার (৫ ডিসেম্বর) রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, ‘সবাই মিলে আমাদের দেশকে রক্ষা করতে হবে। দেশকে রাজাকার-আলবদরের হাতে চলে যেতে দেওয়া যাবে না। তাদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে।’ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আমরা তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে চাই। ’
এর আগে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক সুবিধাভোগীদের মাঝে চাদর, কম্বল, শিশুদের সোয়েটার বিতরণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় দেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। তিনি দেশের দুস্থ ও অসহায় মানুষ এবং দরিদ্রসীমার নিচে যারা বাস করেন, তাদের নিয়ে চিন্তা করেন। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button