জাতীয়
১০ ডিসেম্বর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত র্যাব

১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, ঢাকায় গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা রয়েছে। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান রয়েছে। বিদেশি স্থাপনা ও দূতাবাস রয়েছে। রাজধানীর নিরাপত্তার ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট রয়েছি। শুধুমাত্র এই জনসমাবেশ ঘিরে নয়, আমরা সবসময় রাজধানীর জননিরাপত্তা, দেশীয় ভাবমূর্তি যেন বিদেশীদের কাছে ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে সচেষ্ট রয়েছি।
তিনি আরো বলেন, এদিনের সমাবেশকে ঘিরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট, স্পেশাল ফোর্স, স্পেশাল ডগ স্কোয়াড, হেলিকপ্টার ইউনিট প্রস্তুত রয়েছে। নাশকতার পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য সাদা পোশাকে মোতায়েন থাকবেন র্যাবের গোয়েন্দা সদস্যরা।
‘এছাড়া, এদিন যেকোন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে র্যাব সদস্যরা সচেষ্ট থাকবে।’