জেলার খবর

১০০ টন মজুদ খেজুর সাত দিনের মধ্যে বাজারে ছাড়ার নির্দেশ

বশির আল মামুন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে, একটি কোল্ড স্টোরেজে আনুমানিক ১০০ টন প্যাকেটজাত খেজুরের মজুত পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বলেন, ‘দুপুরের পর রিয়াজুদ্দিন বাজারের শেষ প্রান্তে অবস্থিত একটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে আনুমানিক ১০০ টন প্যাকেটজাত খেজুরের মজুত পাওয়া যায়। গত বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন আমদানিকারক ও পাইকারি বিক্রেতা এ সকল খেজুর মজুত করেছেন বলে তথ্য পেয়েছি।’

তিনি আরও জানান, মজুত করা খেজুর আগামী ৭ দিনের মধ্যে বাজারে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় এ সকল খেজুর জব্দ করে নিলামে বিক্রি করা হবে।

এরপর চট্টগ্রামের বৃহত্তম ফল মার্কেট ফলমণ্ডিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্যতালিকা না থাকা ও ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ না করায় সাফা-মারওয়া ড্রাই ফ্রুটসকে ৫ হাজার এবং আরোবা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে আলী জেনারেল স্টোর নামক একটি দোকানে ২৮৫০ টাকায় (তিন কেজি প্যাক) খেজুর কিনে ৪১৫০ টাকায় বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা মোর্শেদ কাদের এবং কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।

Related Articles

Leave a Reply

Back to top button