আন্তর্জাতিক

হোয়াইট হাউসের চীফ অব স্টাফ পরিবর্তন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চীফ অব স্টাফ পদে পরিবর্তন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ মার্চ) প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় এটি জানিয়েছেন বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

টুইটবার্তায় ট্রাম্প জানান, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি সভার সদস্য মার্ক মিডোওকে তিনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিচ্ছেন।

এর আগে দায়িত্ব পালন করা মিক মুলভানিকে উত্তর আয়ারল্যান্ডে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলেও জানান ট্রাম্প।

নতুন দায়িত্ব পাওয়া মার্ক মিডোও উত্তর ক্যারোলিনা রাজ্যের প্রতিনিধি সভার রিপাবলিকান সদস্য। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ৩৮ মাসে তিনি হোয়াইট হাউসে দায়িত্ব পাওয়া চতুর্থ প্রধান। নতুন দায়িত্ব নিতে প্রতিনিধি পরিষদের সদস্যের পদ ছাড়ছেন মার্ক মিডোও।

এর আগে মিক মুলভানিকে ২০১৯ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসের প্রধান হিসেবে নিয়োগ দেন ট্রাম্প।

Related Articles

Leave a Reply

Back to top button