আন্তর্জাতিক

হোয়াইট হাউজে বাইডেনের নাতনির বিয়ে জমকালো আয়োজন

হোয়াইট হাউজে নয় বছরের মধ্যে  প্রথম করা হচ্ছে জমকালো বিয়ের আয়োজন। আর এই আয়োজনটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনির বিয়ে উপলক্ষ্যে। বিয়ে উপলক্ষে সাজানো হচ্ছে হোয়াইট হাউজের সাউথ লন।

শনিবার (১৯ নভেম্বর) বিয়ের পিঁড়িতে বসছেন জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের মেয়ে নাওমি বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ঘিরে তাই সাজ সাজ রব।

হোয়াইট হাউজে বাইডেনের নাতনির বিয়ে

২৮ বছর বয়সী আইনজীবী নাওমি বাইডেন বিয়ে করছেন পেনসিলভানিয়া ল স্কুল থেকে সদ্য গ্রাজুয়েট ২৪ বছর বয়সী পিটার নিলকে।

নাওমি, প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের বড় নাতনি। ২০২১ সালের সেপ্টেম্বরে নিলের সঙ্গে তার বাগদানের ঘোষণা দেন নাওমি। পরে টুইটারে আরও বিস্তারিত জানান।

তবে হোয়াইট হাউজে নাওমি বাইডেনের বিয়ের বিষয়টি সম্পূর্ণ আলাদা। কারণ, এই প্রথম প্রেসিডেন্টের কোনও নাতনির বিয়ের আসর বসবে হোয়াইট হাউজে।

এর আগেও ১৮টি বিয়ের সাক্ষী হয় হোয়াইট হাউজ।

Related Articles

Leave a Reply

Back to top button