খেলা

হেরাথ ও প্রিন্স যুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেটে

বাংলাদেশ জাতীয় দলের জন্য সাবেক লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথকে স্পিন বোলিং ও দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন জিম্বাবুয়ে সফরেই দুজন দলের সঙ্গে কাজ করবেন। দুজনই পৃথক দলের সঙ্গে জিম্বাবুয়েতে যোগ দেবেন। হেরাথকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিলেও প্রিন্স শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজেই দায়িত্ব পালন করবেন।

৪৩ বছর বয়সী হেরাথ ২০১৮ সালে ক্রিকেটকে বিদায় বলেন। ৯৩ টেস্ট খেলা এই ক্রিকেটার ৪৩৩ ইউকেট নিয়ে অবসরে গেছেন। ৭১ ওয়ানডে খেলে উইকেট পেয়েছেন ৭১টি। ২০১৪ সালে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন হেরাথ। ১৭ টি-টোয়েন্টিতে তার উইকেট ১৮টি। প্রথম শ্রেণির ক্রিকেটেও তার রেকর্ড ঈর্ষণীয়। ২৭০ ম্যাচে পেয়েছেন ১ হাজার ৮০ উইকেট।

টানা দুই দশক আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে বেড়ানোর পর কোচিংয়ে মনোযোগী হন হেরাথ। আইসিসি ও শ্রীলঙ্কা ক্রিকেটের লেভেল থ্রি অধ্যায় শেষ করেছেন। হেরাথ ড্যানিয়েল ভেট্টরির জায়গায় দায়িত্ব গ্রহণ করছেন। ভেট্টরি নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশের দায়িত্ব ছাড়েন। এরপর শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের স্পিন কোচের দায়িত্ব সামলান স্থানীয় কোচ সোহেল ইসলাম।

এদিকে ৪৪ বছর বয়সী অ্যাশওয়েল প্রিন্স দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাচে ১১৯ ম্যাচ খেলেছেন। এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ব্যাটিং পরামর্শক ও অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। জন লুইসের জায়গায় যুক্ত হলেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের পর এই ইংলিশ কোচের সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি।

Related Articles

Leave a Reply

Back to top button