ক্রীড়াঙ্গন

হেডের সেঞ্চুরি, ইংল্যান্ডকে উড়িয়ে শুরু অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৩২ রানে থামিয়ে ৪০ রানের লিড নিল ইংল্যান্ড। এরপর ফের ব্যাটিং ব্যর্থতায় নিজেদের দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে গেল ১৬৪ রানে। সব মিলিয়ে অজিদের সামনে জয়ের জন্য দাঁড়াল ২০৫ রানের লক্ষ্য। ম্যাচের আগের গতিপথ বিবেচনায় এমন পুঁজি নিয়েও হয়তো স্বস্তিতে ছিল ইংলিশরা। কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত হতাশায় মুড়িয়ে ছারখার করে দিলেন ট্রাভিস হেড।

শনিবার (২২ নভেম্বর) পার্থ টেস্টে মাত্র দুই দিনের মধ্যে জিতে অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। যে পিচে প্রথম তিন ইনিংসে কোনো দলই দুইশ ছুঁতে পারেনি, সেখানে ইংল্যান্ডের পেসারদের দাপট এড়িয়ে বিস্ফোরক সেঞ্চুরি হাঁকান হেড। স্বাগতিকদের ৮ উইকেটের স্মরণীয় জয় নিশ্চিত করেন তিনি। মাত্র ৮৩ বলে রেকর্ডে রাঙানো ১২৩ রানের ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার।

Related Articles

Leave a Reply

Back to top button