সাহিত্য ও বিনোদন

হুমায়ূন আহমেদের চিত্রকর্ম আত্মসাৎ, মামলা করলেন শাওন

প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চিত্রকর্ম আত্মসাতের অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।

মঙ্গলবার (২৯ জুন) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে মামলাটি করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে রুমা চৌধুরী ও তার স্বামী মঞ্জুরুল আজিম পলাশকে।

মেহের আফরোজ শাওন

আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্ত করে ২৯ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ  বিষয়ে মেহের আফরোজ শাওন নিউজ নাউ বাংলাকে বলেন, ‘‘ অনৈতিক ভাবে আত্মসাত করা ছবিগুলো হুমায়ূন আহমেদের শেষ জীবনে পুত্র নিষাদ হুমায়ূনকে সঙ্গে নিয়ে আঁকা। এটার গুরুত্ব আমার কাছে অপরিসীম। ছবিগুলো উদ্ধারে অতিদ্রুত ব্যবস্থা নিতে হবে।’’

ওই সময়ে রুমা চৌধুরী ও তার সাবেক স্বামী বই ব্যবসায়ী বিশ্বজিৎ সাহার ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই সূত্রে হুমায়ূন আহমেদ প্রদর্শনীর উদ্দেশ্য তার আঁকা ২৪টি ছবি তাদেরকে দেন। যেগুলো ২০১২ সালের জুন মাসে রুমা চৌধুরীর জিম্মায় দেয়া হয়। শর্ত ছিল প্রদর্শনী শেষে তারা ছবিগুলো হুমায়ূন আহমেদের কাছে ফেরত দেবেন।

‘প্রদর্শনীর দায়িত্ব দেয়ার পর রুমা চৌধুরী গুজব রটান প্রদর্শনীর ২৪টি ছবির মধ্যে ৪টি ছবি হারিয়ে গেছে।’

পরবর্তীতে, ২০১৩ সালে আসাদুজ্জামান নূরসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপে ২০টি ছবি ফেরত পান।

মঞ্জুরুল আজিম পলাশ গত ৩১ মার্চ তার ফেসবুকে কুমিল্লায় লিংকবাংলা শিল্প প্রদর্শনীর বিজ্ঞাপন দেন।

মেহের আফরোজ শাওন

ফেসবুকে মঞ্জুরুলের প্রকাশিত ছবিগুলোর মধ্যে হুমায়ূন আহমেদের হারিয়ে যাওয়া চারটি ছবির একটি প্রকাশ করা হয় বলে মামলার বিবরণে জানান মেহের আফরোজ শাওন।

কুমিল্লায় ১০ দিনব্যাপী প্রদর্শিত ‘বাংলাদেশ ভারতের ১০০ শিল্পীর আঁকা নির্বাচিত চিত্র প্রদর্শনী’তে ছবিটি প্রদর্শন করেন প্রদর্শনীর আয়োজক লিংক বাংলার কর্ণধার মঞ্জুরুল আজিম পলাশ।

চারটি ছবিই আত্মসাৎ করে হুমায়ূন আহমেদের পরিবারের সাথে প্রতারণা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button