জাতীয়

হুমকিতে থাকা সভ্যতা বাঁচাতে পরিবেশবান্ধব প্রযুক্তিকে গুরুত্বারোপ

মেহেদী হাসান, প্রতিনিধি দুবাই : বিশ্ব জলবায়ু সম্মেলনে হুমকিতে থাকা সভ্যতা বাঁচাতে পরিবেশবান্ধব প্রযুক্তি ও জীবন প্রণালীতে গুরুত্বারোপ করা হয়েছে। বুধবার ৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত কপ ২৮  এর সপ্তম দিনে আদিবাসী জনগোষ্ঠীর প্রকৃতিবান্ধব জীবনযাত্রার চিত্র তুলে ধরার পাশাপাশি আলোচিত হয় জলবায়ু ইস্যুতে তাদের কার্যকর ভূমিকা নিয়ে।

এদিকে জলবায়ু অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে দুইটি থিমেটিক সেশন করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। যাতে উঠে আসে বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের হুমকিতে থাকা দেশগুলোর চিত্র ও কার্যকর সমাধানের বিভিন্ন দিক। সম্মেলনের সম্ভাব্য চূড়ান্ত চুক্তির একটি খসড়া প্রকাশ করেছে জাতিসংঘ।

চুক্তিতে দেশগুলো শেষ পর্যন্ত জীবাশ্ম জ্বালানি উৎপাদন বন্ধ করতে সম্মত হবে, নাকি এ বিষয়ে একটি পদক্ষেপ নেওয়ার জন্য লড়াই চালিয়ে যাবে, সে বিষয়ে আলোচনা চলছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে সমস্যাটি আগামী দিনে বিশ্বের সবচেয়ে বেশি স্বাস্থ্য সমস্যা হয়ে উঠছে, তা হচ্ছে মানসিক স্বাস্থ্য সমস্যা।

ইউনিসেফের তথ্যমতে জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। সম্মেলনের সাইড ইভেন্টে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে জাস্ট ট্রানজিশন এবং জলবায়ু পরিবর্তনের কারণে মানসিক স্বাস্থের ওপর প্রভাব বিষয়ক দুইটি থিমেটিক সেশন হয়েছে। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আলোচনায় অংশ নেয় ওশি ফাউন্ডেশন। আলোচনায় বাংলাদেশে জাস্ট ট্রানজিশন এবং অ্যাডাপটিক সোস্যাল প্রটেকশন বিষয় তুলে ধরা হয়। একই সাথে জলবায়ু পরিবর্তনের কারণে মানসিক স্বাস্থের প্রভাবের ওপর গুরুত্বারোপ করা হয়। সচেতনতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ সেবা প্রদান, অর্থনৈতিক সহায়তা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার সমস্যা মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তচ্যুত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। এ অবস্থায় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষদের মানসিক স্বাস্থের সম্ভাব্য অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, আবহাওয়া এবং জলবায়ু বিপর্যয়ের কারণে হুমকিতে পড়তে পারে পুরো সভ্যতা।

Related Articles

Leave a Reply

Back to top button