জাতীয়

হুজ হু বাংলাদেশ পদক পেলেন ১১ গুণী ব্যক্তি

১১ জন গুণী ব্যক্তি পেলেন হুজ হু বাংলাদেশ ২০২০ পদক। শনিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর হোটেল রেডিসনে গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পদকপ্রাপ্তরা হলেন- শিক্ষায় জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, শিল্প ও সংস্কৃতিতে মুস্তাফা মনোয়ার, সাংবাদিকতায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিকুর রহমান, শিল্প ও সাহিত্যে বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, সমাজ সেবায় খন্দকার মহিউদ্দিন, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, কৃষিতে মো. আব্দুল বাসির বদু মিয়া, শিল্প ও বাণিজ্যে আব্দুল হালিম পাটোয়ারী, উদ্যোক্তায় মোহাম্মদ ফারুক, নারী উদ্যোক্তায় বিবি রাসেল ও দেশের বাইরে অবদান রাখায় মাহমুদুর রহমান বেনু।

ড. মোমেন বলেন, হুজ হুর জন্ম ১৮৪৯ সালে। ১৭১ বছর ধরে এ পুরস্কার দিচ্ছে। ২০১৬ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে হুজ হু। এটি পৃথিবীর প্রাচীন একটি প্রতিষ্ঠান।

তিনি বলেন, হুজ হু তথ্য সংগ্রহ করে সব নক্ষত্রদের পুরস্কৃত করেন। তাদের এ অ্যাওয়ার্ড বাকিরা অনুপ্রাণিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ বছরে বাংলাদেশের যে অভাবনীয় অর্জন, সে অর্জন প্রতিবেশীদের হার মানাচ্ছে। আমাদের দেশে শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, দরিদ্র সীমা ২০ শতাংশে নেমে এসেছে।

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ পদক দেওয়া হয়। হুজ হু বাংলাদেশ এ পদক দেয়।

 

Related Articles

Leave a Reply

Back to top button