বিনোদুনিয়া

হিন্দুধর্মে আঘাত, ‘আদিপুরুষ’র বিরুদ্ধে মামলা

‘আদিপুরুষ’ সিনেমায় রাম ও রামায়ণের অপমানের অভিযোগ তুলে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু সেনা’। মামলা দায়ের করেছেন সংগঠনটির জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা।
সংশ্লিষ্ট জনস্বার্থ মামলার অভিযোগে বলা হয়. ‘আদিপুরুষ সিনেমা হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে। ভগবান রাম এবং আমাদের সংস্কৃতিকে তথা হিন্দু সম্প্রদায়কে অপমান করা হয়েছে এই সিনেমাতে।’
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, শুক্রবার (১৬ জুন) মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’। সিনেমা হল ও বাইরে সবখানেই ভক্ত অনুরাগীদের উন্মাদনা চোখে পড়ার মতো। আর মুক্তির দিনই কিনা আইনি জটিলতায় পড়ল সিনেমাটি।
হিন্দু সেনার অভিযোগ, মহর্ষি বাল্মীকির লেখা ‘রামায়ণ’ কিংবা ‘রামচরিতমানস’-এ যেরকম বর্ণনা রয়েছে, তার সঙ্গে কোনো মিল নেই সিনেমায় দেখানো ধর্মীয় চরিত্রগুলোর। রাবণকে বিকৃত করে যে ভয়ংকর মুখ দেখানো হয়েছে, তা হিন্দু সংস্কৃতির সম্পূর্ণ অপমান।
এদিকে, মুক্তির প্রথম দিনেই সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে দর্শকরা। তবে প্রথম দিনেই দারুণ আয় করেছে ‘আদিপুরুষ’। বক্স অফিস প্রতিবেদন অনুযায়ী, মুক্তির দিনে ৬০ কোটি রুপি ছাড়িয়েছে সিনেমার আয়।

Related Articles

Leave a Reply

Back to top button