বিনোদুনিয়া

হাসপাতালে ভর্তি পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি তীব্র জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে হাসপাতালে থাকার তথ্যটি অভিনেত্রী নিজেই তার ফেসবুকে জানিয়েছেন।

শনিবার (১৩ মে) পরীমণি ফেসবুকে জানিয়েছিলেন তিনি অসুস্থ। ১০৩ ডিগ্রি সেলসিয়াস জ্বর তার। এ খবর প্রকাশ্যে আসার পরদিনই অভিনেত্রী জানান, শরীর আরও খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকার কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করেছেন তিনি। এ ছাড়া তিনি যে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি, সেটিও জানিয়েছেন পোস্টের চেকইনে।

রোববার দিনগত রাত ৩টার দিকে ফেসবুকে তিনি লেখেন, ‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।’ এরপর সেই পোস্টে নিজেই নিজেকে মা দিবসের শুভেচ্ছা জানান চিত্রনায়িকা।

আগামী ১৯ মে মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত ‘মা’ সিনেমা। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যা ফিল্ম’-এ প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটি।

Related Articles

Leave a Reply

Back to top button