খেলা
হাসপাতালে ভর্তি জাতীয় হকি দলের কোচ হারুন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, জাতীয় হকি দলের প্রধান কোচ ও সাবেক অধিনায়ক মাহবুব হারুন।
আবাহনী ক্লাবের সাবেক হকি খেলোয়াড় এহসান রানা এ তথ্য জানিয়েছেন। বলেন, শুক্রবার তার করোনা পজিটিভ রেজাল্ট আসে এবং অবস্থা একটু খারাপের দিকে গেলে শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়।
হারুনের অবস্থা এখন ভালোর দিকে উল্লেখ করে এহসান রানা বলেন, হারুন ভাইয়ের সঙ্গে কথাও বলেছি। তার ফুসফুসে একটু পানি জমেছিল। চিকিৎসা চলছে। অবস্থা উন্নতির দিকে।