জাতীয়

হামলা হতে পারে মঙ্গল শোভাযাত্রায়, থানায় জিডি

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিরকুট চিরকুট পাঠানো হয়েছে চারুকলা বিভাগের এক শিক্ষার্থীর কাছে। এর পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় একটি জিডি করেছেন আয়োজক কমিটির সদস্য আবতাহী রহমান।
বুধবার (১২ এপ্রিল) সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার রাতে মঙ্গল শোভাযাত্রা আয়োজক কমিটির এক সদস্য একটি চিরকুট পেয়েছেন উল্লেখ করে জিডির আবেদন করেন। আমরা আবেদনটি গ্রহণ করেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আবতাহী রহমান জিডির আবেদনে উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে অর্থ ও নিরাপত্তা কমিটির দায়িত্ব পালনের সময় ১১ এপ্রিল রাত ৯টা ৪৫ মিনিটের দিকে চারুকলার পশ্চিম পাশের দেওয়ালে রঙের কাজ তদারকির সময় প্লাস্টিক চেয়ারের ওপর একটি সাদা কাগজ ও ৫০ টাকার নোট পাই। ওই কাগজে লেখা ছিল, ‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের, এখানে এসে ক্ষতি করো না তোমাদের, হামলা হতে পারে এনিটাইম ঐ দিনের, দাজ্জালী বাহিনী পাবে না টের মোদের।’
জিডির আবেদনে তিনি আরো উল্লেখ করেন, এ অবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন।
পরে এবিষয়ে আমাদের চারুকলা অনুষদের প্রক্টরিয়াল টিমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সাধারণ ডায়েরি করার উল্লেখ করেন আবতাহী রহমান।
মঙ্গল শোভাযাত্রা ঢাবির চারুকলা অনুষদের ছাত্র ও শিক্ষকদের দ্বারা আয়োজিত একটি উৎসব, যা ২০১৬ সালে ইউনেস্কোর কাছ থেকে একটি অধরা সংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। শোভাযাত্রা, যা বাংলাদেশের মানুষের গর্ব ও আশার প্রতীক।

Related Articles

Leave a Reply

Back to top button