বিনোদনসাহিত্য ও বিনোদন

হানিমুনে ব্যাংকক পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা, বিয়ের পর স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় ব্যাংকক রয়েছেন।

জানা গেছে, গত ২৮ জুলাই হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা।

পূর্ণিমার পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই স্বামী আশফাকুর রহমানকে নিয়ে পূর্ণিমা ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এরই মধ্যে তারা ব্যাংকক, পাতায়া, ফুকেট ঘোরাঘুরির কাজ শেষ করেছেন। আরও কয়েকটি স্থান ঘোরাঘুরি শেষে দুই-এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন তাঁরা।

চলতি বছরের ২৭ মে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন পূর্ণিমা। বিয়ের দুই মাস পর খবরটি নিশ্চিত করেন নায়িকা নিজেই। পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

বিয়েতে দুই পরিবারের সবাই অনেক খুশি জানিয়ে পূর্ণিমা বলেন, দুই পরিবারের ইচ্ছাতেই তো বিয়েটা হলো, সবাই খুশি। আমার মেয়েসহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন, খুবই আদর করছেন। আমার মা–ও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন।

উল্লেখ্য, রবিনের আগে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে ছিল পূর্ণিমার সংসার। ২০০৭ সালে বিয়ে করেছিলেন তারা। সেই সংসারে বিচ্ছেদ হয় বছর তিনেক আগে। ওই সংসারে একটি কন্যা সন্তানের মা হন পূর্ণিমা। সূত্র: ঢাকা পোস্ট।

Related Articles

Leave a Reply

Back to top button