Leadঅপরাধ-আদালত

হাদি শঙ্কামুক্ত নয়, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে তার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদি এখনো শঙ্কামুক্ত নন। চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন, এই সময় পার না হওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাদি। চিকিৎসকরা জানান, গুলিটি তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচার শেষে রাতে তাকে এভারকেয়ারে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন।

শনিবার সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে ভিড় করেন ইনকিলাব মঞ্চ ও মঞ্চ-২৪ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মঞ্চ-২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী অভিযোগ করে বলেন, ‘এই হামলা পরিকল্পিত এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা এর সঙ্গে জড়িত। অপরাধীদের ধরতে প্রশাসনের গড়িমসি উদ্বেগজনক।’

ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীর ওপর এমন হামলায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা শরিফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

 

Related Articles

Leave a Reply

Back to top button