জাতীয়
হাটবাজারে অবৈধ স্থাপনা নির্মাণে জেল-জরিমানা

হাট ও বাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে এবার জরিমানার পাশাপাশি হবে জেল।
রোববার জাতীয় সংসদে উঠেছে, পাঁচ লাখ টাকা জরিমানা এবং এক বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন-২০২৩’ ।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি উত্থাপন করলে তা পরীক্ষা করে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
নতুন আইনে বলা হয়েছে, হাটবাজারের সরকারি খাসজমি কেউ অবৈধভাবে দখলে রাখলে বা উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া হাটবাজারের খাসজমির উপর কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে বা নির্মাণের উদ্যোগ নিলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
‘হাট ও বাজার (স্থাপন ও অধিগ্রহণ) অধ্যাদেশ, ১৯৫৯’ সংশোধন ও পরিমার্জন করে এই নতুন আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। ১৯৫৯ সালের হাটবাজার অধ্যাদেশে কোনো শাস্তির বিধান ছিল না।