Leadঅপরাধ-আদালত

হাজী সেলিমের বাসায় অভিযান যৌথবাহিনীর

সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের রাজধানীর আজিমপুরের একটি বাসায় অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে রাখতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ওসি মো. মোস্তফা কামাল খান বলেন, ‘দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী, এমন তথ্য জানতে পেরেছি। ‌তবে অভিযানের বিষয়ে এর বেশি তথ্য আমাদের কাছে নেই।’

অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।

আরো জানা যায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি রয়েছে। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

Related Articles

Leave a Reply

Back to top button