Leadঅর্থ-বাণিজ্য

হাজার কোটি টাকার মালিক পালিয়ে বেড়াচ্ছে : অর্থ উপদেষ্টা

ঢাকা : দুর্নীতি ও অবৈধ উপার্জনের ইঙ্গিত করে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক আজকে দৌড়ে বেড়াচ্ছে। পালিয়ে বেড়াচ্ছে। ওই হাজার কোটি টাকা, সহায়-সম্পদের কোনো দাম নেই। শিক্ষা ও দক্ষতাকে কেউ কেড়ে নিতে পারে না।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার অভিষেক ও ছাত্রবৃত্তি-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, সবাই পড়াশুনা করবে। শিক্ষাটাকে কখনো ছেড়ে যেও না। আরেকটা দিক হচ্ছে স্বাস্থ্য। আমরা এদিকেও গুরুত্ব দেব। স্বাস্থ্য এবং শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। স্বাস্থ্য খারাপ হয়ে গেলে নিজের অসুবিধা এবং পরিবারকেও অনেক সংকটে পড়তে হয়।

রাজধানীর পূর্বাচলে বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি রাজদর্শন হলে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য এম এ খালেকের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সচিব এহসানুল হক, অতিরিক্ত সচিব বাবুল মিয়া, সাবেক সচিব মো. মিজানুর রহমান, সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, মেজর জেনারেল (অব.) কামরুজ্জামান, সাবেক জেলা জজ জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম আরিফ হোসেন, বিশিষ্ট শিল্পপতি এহসানুল কবির টিপু, কথাসাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীর, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আখতার ইউসুফ শানু, সৈয়দ আবদাল আহমদ, শরীফুল ইসলাম খান, কেন্দ্রীয় বিএনপি নেতা রফিক সিকদার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির অতিরিক্ত সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শামীম। এবার ব্রাহ্মণবাড়িয়ার মেধাবী ৩১২ জন ছাত্র-ছাত্রীকে ১০ হাজার করে টাকার শিক্ষাবৃত্তির চেক উপহার হিসেবে বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button