অপরাধ-আদালত

হাইকোর্টের আদেশ অমান্য করায় বিচারকের কারাদণ্ড

ফারজানা আফরিন:

উচ্চ আদালতের আদেশ অমান্য করায় কুমিল্লার সাবেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আগামী ৭ দিনের মধ্যে তাকে ঢাকার সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। একই সঙ্গে জরিমানার এ অর্থ সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য বলেছেন আদালত। রায়ের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। আদালতে আজ আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী প্রণয় কান্তি রায়। সোহেল রানার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ্‌ মনজুরুল হক।

রায়ের বিষয়টি নিশ্চিত করে বিচারকের আইনজীবী শাহ্‌ মনজুরুল হক জানান, একটি ক্রিমিনাল মামলা ৫৬১এ -তে স্টে ছিলো। হাইকোর্ট থেকে স্টে থাকা অবস্থায় কুমিল্লার (তৎকালীন) সিজেএম সোহেল রানা ওই মামলায় চার্জ ফ্রেম (অভিযোগ গঠন) করেন। তিনি বলেন, হাইকোর্ট স্থগিতাদেশের বিষয়টি উনার রেকর্ডে থাকা সত্ত্বেও তিনি শুধু চার্জ ফ্রেমই করেননি বরং দ্রুত মামলা নিষ্পত্তি করা সহ আরো কিছু আদেশ দেন।

‘পরে বিষয়টি হাইকোর্টের নজরে আনা হলে বিচারক সোহেল রানার ব্যাখ্যা তলব করেন আদালত। হাইকোর্টের নির্দেশে ব্যাখা দেন ওই বিচারক। তবে তাঁর ব্যাখ্যা আদালতের কাছে সন্তোষজনক মনে হয়নি।’ অ্যাডভোকেট শাহ্‌ মনজুরুল হক বলেন, এ অবস্থায় হাইকোর্ট তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। রুলের প্রেক্ষিতে আদালতের কাছে নিঃর্শত ক্ষমা প্রার্থনা করা হয়। আদালতের রায়ের পর্যবেক্ষণের বরাত দিয়ে তিনি বলেন,এছাড়া দাখিল করা ব্যাখ্যায় তাঁর শব্দ চয়ন আদালতের ডিগনিটি ও প্রেজিস্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তাঁর নিঃর্শত ক্ষমা গ্রহণযোগ্য নয়-বলেছেন আদালত।

ফলে তাঁকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে হাইকোর্ট তাঁকে এক মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে আদেশ দেন বলে জানান আইনজীবী শাহ্‌ মনজুরুল হক।

Related Articles

Leave a Reply

Back to top button