জাতীয়

হাইওয়েতে পশুবাহী গাড়ি থামানো যাবে না: ডিআইজি শাহাবুদ্দিন

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শাহাবুদ্দিন খান বলেছেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া হাইওয়েতে কোরবানির পশুবাহী গাড়ি থামানো যাবে না।

রাজধানীর উত্তরায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে বুধবার (১৪ জুন) দুপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পশুবাহী গাড়ির সামনে ও পেছনে গন্তব্য লেখা থাকবে। হাইওয়েতে কোরবানির পশুবাহী গাড়ি থামানো যাবে না। কেউ বাধা দিলে কোনোভাবে বরদাস্ত করা হবে না।

সড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করা হয় অভিযোগের বিষয়ে অতিরিক্ত আইজিপি বলেন, কোনো গরুর হাটের ভলান্টিয়ার জোরপূর্বক বা বাধা দিয়ে গাড়ি হাটে ঢোকাতে পারবে না। এজন্য পশুবাহী প্রত্যেক গাড়িকে সামনে ও পেছনে গন্তব্য লিখে রাখতে হবে। তাহলে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ থাকবে না। যারা যাত্রী আছেন, পরিবহন সংশ্লিষ্ট আছেন চাঁদাবাজি হবে না এটা নিশ্চিত থাকেন।

পশুবাহী ট্রাকে মাদক পরিবহন করা হয় এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট নজরদারি থাকবে। মাদক কারবারিরা যাতে কোনো ধরনের সুযোগ না পায় সেজন্য আমাদের নজরদারি ও তদারকি থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button