আদালত

হলি আর্টিজানে হামলা: ডেথ রেফারেন্সের শুনানি শুরু

সাড়ে সাত বছর আগে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে।

বিচারপতি সহিদুল করিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়। এরমধ্যে এই মামলায় ৪ কার্য দিবস পার হয়েছে। এবার আসামিদের বিরুদ্ধে যে রায় দিয়েছেন নিম্ন আদালত তা পড়ে শোনাচ্ছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষ বলছেন, তারা দ্রুত এই মামলার শুনানি শেষ করতে চান। একই সঙ্গে সব আসামির মৃত্যুদণ্ড যাতে বহাল থাকে সেই চেষ্টাও তারা করবেন।

২০১৯ সালে ৭ ডিসেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাস দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করে জঙ্গিরা।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৭ আসামি হলো, রাকিবুল ইসলাম রিগ্যান ওরফে রাফিউল ইসলাম, রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আসলাম হোসেন ওরফে র‍্যাশ, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মোহাম্মদ হাদিসুর রহমান সাগর ওরফে সাগর, মামুনুর রশিদ রিপন ও শরিফুল ইসলাম খালেদ। আর খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।

Related Articles

Leave a Reply

Back to top button