বিনোদুনিয়া
হলদে আভায় উষ্ণতা ছড়াচ্ছেন জয়া

অভিনেত্রী ও মডেল জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে বেশকিছু ছবি শেয়ার করেছেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
জয়া আহসান সোমবার বিকালে তার ফেসবুক অ্যাকাউন্টে মোট ৬টি ছবি শেয়ার করেন। হলুদ রঙের এই আউট ফিটে তাকে বেশ আবেদনময়ী দেখাচ্ছে। স্লিভ লেস এই গাউন পোশাকটি গরমে মেয়েদের জন্য আরামদায়ক।
ছবিটি শেয়ার করে জয়া ক্যাপশনে লেখেন, ‘গ্রীষ্মের গল্প’। এরপর হলুদ রঙের একটি ইমোজি দেন তিনি।
জয়া আহসানের শেয়ার করা ছবিগুলোর পোস্টের কমেন্টে ভক্তরা মন্তব্যের ঝড় বইছে। সেখানে কেউ করছেন সমালোচনা আবার কেউ ভাসিয়েছেন প্রশংসার বন্যা।
জয়া আহসান বরাবরই ফ্যাশনা সচেতন একজন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি গোটা বছরজুড়েই নিজের পোশাক দিয়ে আলোচনায় থাকেন তিনি। এবার হলুদ রঙের গাউন পড়ে গ্রীষ্মের গরমে ভক্তদের মনে উষ্ণতা ছড়ালেন জয়া।