বিনোদন

হয়ে গেল শাকিব-মিমির ‘তুফান’-এর সংবাদ সম্মেলন

রাজধানীর এক স্বনামধন্য পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিকদের সামনে এলো দর্শক উন্মাদনার তুঙ্গে থাকা বহুল প্রতীক্ষিত ঈদের সিনেমা ‘তুফান’-এর তারকারা। তারকাবহুল এই আয়োজনে উপস্থিত ছিলেন ‘তুফান’র তারকা শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী এবং পরিচালক রায়হান রাফি।
সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল ও চরকির সিইও রেদওয়ান রনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনেমাটি তৈরির নানা অজানা কথা। শিল্পীরা তাদের অভিজ্ঞতার গল্প শোনান সবাইকে। সেই সাথে প্রকাশ করা হয় তুফানের মুক্তির তারিখ সহ আরো অনেক কিছু।
‘তুফান’র কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা শাকিব খান বলেন, ‘দর্শক এভাবেই আমাদের পাশে থাকলে তুফান ইতিহাস গড়বে।’ ওপার বাংলার তারকা মিমি চক্রবর্তী বলেন, ‘মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে পারা আমার জন্য এক বিরাট ব্যাপার ছিল।’

Related Articles

Leave a Reply

Back to top button