ক্রীড়াঙ্গন

হতাশার হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

শুরুতে উইকেট নিয়ে কিছুটা আশা জুগিয়েছিলেন বোলাররা। কিন্তু শেষ অবধি আর আটকে রাখা যায়নি শ্রীলঙ্কাকে। বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে হতাশার হারে শুরু হয়েছে টুর্নামেন্ট।

বৃহস্পতিবার ক্যান্ডিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৬৬ বল আগেই জয় পেয়ে যায় লঙ্কানরা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে দুর্দান্ত এক ডেলেভারিতে দিমুথ করুণারত্নেকে বোল্ড করেন তাসকিন আহমেদ। পরের ওভারে পাথুম নিশাঙ্কাকে আউট করে লঙ্কানদের আরও চাপে ফেলেন শরিফুল ইসলাম।

তার অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বল নিশাঙ্কার ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে। ১৩ বলে ১৪ রান করে সাজঘরে ফেরত যান নিশাঙ্কা। সাকিবের হাত ধরে তৃতীয় উইকেটও চলে আসে দ্রুতই। ২১ বল খেলে ৫ রান করা কুশল মেন্ডিসকে বোল্ড করেন তিনি।

কিন্তু এরপরই হাল ধরেন চারিথ আশালাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দুজন মিলে গড়েন ৭৮ রানের জুটি। ম্যাচ থেকেও ক্রমেই ছিটকে যায় বাংলাদেশ। ৭৭ বলে ৫৪ রান করা সামারাবিক্রমাকে মাহেদী আউট করেন। পরে ৭ বলে ২ রান করা ধনঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করেন তিনি।

এ ম্যাচে বাংলাদেশ নেমেছিল আট ব্যাটার নিয়ে। সাতে খেলতে নামা মিরাজ ১১ বলে ৫ রান করে রান আউট হন। মিরাজ স্কয়ার লেগে বল পাঠালে রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন নন স্ট্রাইক প্রান্তে থাকা শান্ত। কিন্তু মিরাজ অল্প একটু বেরিয়ে আর নড়েননি। তার আগেই ক্রিজে পৌঁছানোয় আউট হননি শান্ত, মিরাজকে ফিরতে হয় সাজঘরে।

আটে নামা মাহেদীও ১৬ বলে ৬ রান করে এলবিডব্লিউ হন ওয়ালালগের বলে। নবম ব্যাটার হিসেবে শান্ত আউট হন ৭ চারে ১২২ বলে ৮৯ রান করে। মাহেশ থিকসেনার বলে বোল্ড হন এই ব্যাটার। এরপর বাংলাদেশের অলআউট হতেও খুব বেশি সময় লাগেনি।

Related Articles

Leave a Reply

Back to top button