অর্থ বাণিজ্য

হঠাৎ করে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ আমাদের জন্য বড় শিক্ষা: বাণিজ্যমন্ত্রী

গতবছর হঠাৎ করে ভারতে পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টিকে ‘বড় শিক্ষা’ মস্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি পেঁয়াজ রপ্তানি বন্ধ ও সীমান্তে হত্যা ইস্যু নতুন বছরে ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন
শনিবার (২৫ জানুয়ারি) রংপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেশজ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। কৃষকেরা যাতে দাম পায় সে চেষ্টা করবো। তবে এখন ভারতে পেঁয়াজ বাংলাদেশের চেয়ে বেশি দাম উঠেছে। পেঁয়াজ রপ্তানি বন্ধ আমাদের জন্য বড় শিক্ষা। তবে পেঁয়াজ রপ্তানি বন্ধ ও সীমান্তে হত্যা ইস্যু নতুন বছরে ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলবে না।

‘প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের বড় বাণিজ্য ঘাটতি রয়েছে। এ নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। আরএমজিসহ (তৈরি পোশাক) বিভিন্ন খাতে অগ্রগতি হচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গতবছরে টিসিবিতে তেলের মজুদ ছিল ৩ হাজার মেট্রিক টন। এবার আমরা এর চেয়ে ২০ গুণ বেশি অর্থাৎ পঞ্চাশ হাজার মেট্রিকটনের টার্গেট নিয়েছি।

আসন্ন রমজান মাসে তেল, চিনির সংকট হবার সম্ভাবনা নেই বলেও জানান টিপু মুনশি।

Related Articles

Leave a Reply

Back to top button