প্রবাসে
হংকংয়ে প্রত্যর্পণ বিল প্রত্যাহার।
কয়েক মাসের টানা বিক্ষোভ ও সহিংসতার পর বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম ।
স্থানীয় সময় বুধবার রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি। গত জুনে এই বিল স্থগিতের ঘোষণা দেওয়ার পরও আন্দোলন অব্যাহত থাকলে বিল প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। তবে এই ঘোষণাতেও সন্তুষ্ট না হয়ে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। এরইমধ্যে রাতে মেট্রো স্টেশনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। গেলো এপ্রিলে বিলটি উত্থাপিত হলে এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। তবে ধীরে ধীরে তা হংকংয়ের স্বাধীনতা আন্দোলনে রুপ নেয়।