ক্রীড়াঙ্গন

হংকংকে বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান

হংকংকে ১৫৫ রানে হারিয়ে এশিয়া কাপে এ’ গ্রুপের শেষ দল হিসেবে এশিয়ার কাপ ১৫তম আসরের সুপার ফোরে উঠলো পাকিস্তান।

রান বিবেচনায় নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল পাকিস্তান।

শুক্রবার আবর আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ‘অঘোষিত ফাইনাল’ ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ২ উইকেটে ১৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৫৩ রান করেন ফখর জামান। শেষ দিকে মাত্র ১৫ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন খুশদিল শাহ।

টার্গেট তাড়া করতে নেমে শাদাব খান ও মোহাম্মদ নওয়াজের স্পিন আর নাসিম শাহর গতির মুখে পড়ে ১০.৪ ওভারে ৩৮ রানেই অলআউট হয় হংকং।

আগামীকাল থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপের সুপার ফোর। প্রথম দিনই মাঠে নামছে শ্রীলংকা ও আফগানিস্তান।

রোববার সুপার ফোরের ম্যাচে ফের দেখা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের।

Related Articles

Leave a Reply

Back to top button