সাহিত্য ও বিনোদন

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিউতে তেলেগু অভিনেতা সাই

জনপ্রিয় তেলেগু অভিনেতা সাই ধরম তেজ, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) হায়দরাবাদের ক্যাবল ব্রিজ একালায় মোটরবাইক দুর্ঘটনার শিকার হন এই অভিনেতা।

মোটরবাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এতে মাথা ও বুকে আঘাত পান। দুর্ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন সাই। অচেতন অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন এ তারকা।

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, দুর্ঘটনার পর সাইকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয় এবং পার্শ্ববর্তী হাসপাতাল থেকে এখানে স্থানান্তরিত করা হয়েছে। এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল।

প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে তার মস্তিষ্ক, মেরুদণ্ড এবং গুরুত্বপূর্ণ অঙ্গে কোনো গুরুতর আঘাত লাগেনি। তার কলার বোন ফ্যাকচার হয়েছে। আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button