জাতীয়

স্মার্ট বাংলাদেশ গড়তেও ভারত পাশেই থাকবে: নরেন্দ্র মোদি

স্মার্ট বাংলাদেশ গড়তেও ভারত পাশেই থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র । তিনি বলেছেন, বাংলাদেশ আমাদের বড় উন্নয়ন সহযোগী; আমার বিশ্বাস যৌথ প্রয়াসে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠব।

বুধবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এরপর নরেন্দ্র মোদি বলেন, গুরুত্বপূর্ণ ৩টি প্রকল্প উদ্বোধনের মাধ্যমে দেশটির জনগণের হাতে তুলে দিতে পেরে ভারত আনন্দিত৷

স্মার্ট বাংলাদেশ গড়তেও ভারত পাশেই থাকবে; শুধু তাই নয় ১২জেলায় আইটি পার্ক নির্মাণেও সহযোগিতা করছে ভারত বলেও জানান তিনি৷
 
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আমাদের বড় উন্নয়ন সহযোগী। আমার বিশ্বাস; যৌথ প্রয়াসে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে৷
 
উদ্বোধন হওয়া প্রকল্প তিনটি হলো-আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মোংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট।
এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) ভারত সরকার জানিয়েছে, এই প্রকল্পগুলো ভারতের সহায়তার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, যা এই অঞ্চলে সংযোগ এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করবে।
 

Related Articles

Leave a Reply

Back to top button