জাতীয়

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (৬ এপ্রিল) স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুলশানের বাসভবন ফিরোজার বাসায় ফেরেন তিনি।

এর আগে বুধবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া। বিকেল ৫টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

হাসপাতালে তার বেশকিছু পরীক্ষা-নীরিক্ষা করা হয় বলে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, চলতি মাসের ৩ তারিখ রমজান শুরুর পর কিছুটা দুর্বল হয়ে পড়লে মঙ্গলবার রাতে তার বাসভবনে যান মেডিকেল বোর্ডের সদস্যরা। এসময় তার পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া জরুরি বলে মত দেন চিকিৎসকরা। সে অনুযায়ী আজ তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

এর আগে গত ১ ফেব্রুয়ারি ৮১ দিন পর এভারকেয়ার হাসপাতাল ছাড়েন খালেদা জিয়া।

গত বছরে করোনায় আক্রান্ত হয়ে আরও দুই দফায় বেগম জিয়াকে হাসপাতালে যেতে হয়। এ সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

Related Articles

Leave a Reply

Back to top button