রাজনীতি

স্বাধীনতা রক্ষায় যুবকদের এগিয়ে আসতে হবে: ফখরুল

দেশের স্বাধীনতা রক্ষা, খালেদা জিয়াকে মুক্ত করা ও তারেক রহমানকে ফিরিয়ে আনতে হলে তরুণ-যুবকদের সামনে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫তম কারাবন্দি দিবস উপলক্ষে ‘বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের’ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে, আমাদের ৩৫ লাখ নেতা-কর্মীর মামলা প্রত্যাহার করতে, প্রতিদিন গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের জেল থেকে মুক্ত করতে অবশ্যই তরুণ-যুবকদের সামনে এগিয়ে আসতে হবে। সব সময় তরুণরা সবকিছু পাল্টিয়ে দিয়েছে, পরিবর্তন এনেছে।

Related Articles

Leave a Reply

Back to top button