করোনারাজনীতি

স্বাধীনতা দিবসে সব কর্মসূচি বাতিল করেছে আওয়ামী লীগ: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  জানিয়েছেন, করোনা ভাইরাস ইস্যুতে মহান স্বাধীনতা দিবসে সকল কর্মসূচি বাতিল করা হয়েছে ।

মবার (২৩ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘সরকারিভাবে ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি বাতিল করা হয়েছে। সরকারি প্রোগ্রাম বাতিলের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে কর্মসূচি আমরা কেন্দ্র থেকে ঘোষণা করেছিলাম, সে কর্মসূচিও বাতিল করা হয়েছে।’ দলীয়ভাবে এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সকলের প্রতি অনুরোধ করবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, সরকারের প্রতি আস্থা রাখুন। যখন যেটা বলতে হবে আর যখন যেটা করতে হবে সেটা যথাসময়েই করা হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার জাতির উদ্দেশ্যে ভাষণে এসে সেসব করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন।’

মন্ত্রী বলেন, ‘বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে যখন যে ব্যবস্থা নেয়া দরকার তখন সেটা নেয়া হবে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের সরঞ্জাম নেই, এই কথাটা ঠিক নয়, ঘাটতি আছে। তবে সংগ্রহ করার জন্য জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে। সবকিছুর জন্য সরকারের সর্বাত্মক চেষ্টা আছে।’

করোনা ভাইরাস ইস্যুতে কোনও তথ্য গোপন করা হচ্ছে না বলেও জাানান ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button