স্বাধীনতা কনসার্ট নিয়ে ডিএমপির সঙ্গে কথা বলল বিএনপি

স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠেয় ‘স্বাধীনতা কনসার্ট’-এর বিষয়টি অবহিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে কথা বলেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’র একটি প্রতিনিধি দল।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে মিন্টো রোডে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ এর সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর সঙ্গে দেখা করেন ।
এ সময় তার সঙ্গে ছিলেন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’র কোষাধ্যক্ষ ও ঢাকা টিমের প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী ও জাহিদুল ইসলাম রনি প্রমুখ।
উল্লেখ্য, গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবারের (১১ এপ্রিল) পরিবর্তে শনিবার (১২ এপ্রিল) করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকাসহ চার বিভাগীয় শহরে এ কনাসর্ট হবে।