জাতীয়লিড স্টোরি

স্বাধীনতার ৫০তম বার্ষিকীর উদযাপনে অংশ নিতে ঢাকার পথে ভারতের রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীর বিশেষ উদযাপনে অংশ নিতে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের রাষ্ট্রপতি।

এবারই বাংলাদেশে প্রথম সফর করছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিন দিন সফর শেষে আগামী ১৭ ডিসেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button