
সময়ের পরিক্রমায় ৩৬৫ দিন শেষে আবারো এলো নতুন বছর। পুরোনো বছরকে বিদায় জানিয়ে এলো নতুন বছর। স্বাগত ২০২৩।
গত বছরের দুঃখ-বেদনা, হাসি-কান্নাকে ভুলে নতুন কিছু, নতুন আলোর প্রত্যাশায় বরণ করা হয় নতুন বছরকে।
সবার প্রত্যাশা, নতুন ভোরের নতুন আলোয় নতুন বছর হবে, নতুন সম্ভাবনাময়।
প্রতিবছরের মত এই দিনটিতে বর্ষবরণে নানা আয়োজনে মেতে উঠে সবাই। আজ রাত ১২ টা বাজার পরপরই রাজধানীর প্রতিটি এলাকায় নানা আয়োজনের মাধ্যমে শুরু হয় বর্ষবরণ। বিশেষ করে এ সময় চারদিক কাঁপিয়ে বাজি ফোটাতে থাকেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আতশবাজির আলোয় মধ্যরাতের আকাশ ঝলমলে হয়ে ওঠে। বাজির শব্দ আর আলো সবাইকে জানিয়ে দেয়, নতুন বছর এসে গেছে।
তবে নতুন বছর বরণে নানা বিধিনিষেধ থাকায় আনন্দ উদযাপনে কিছুটা ভাটা পড়লেও তা থেমে থাকেনি। উম্মুক্ত স্থানে কোনো আয়োজন না করতে পারলেও আতশবাজি ও ঘরোয়া আয়োজনে মেতেছিল সবাই।
এ ছাড়া যান চলাচলে সীমাবদ্ধতা থাকায় রাজধানীতে এবার ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজনেই সন্তষ্ট থাকতে হয়েছে সবাইকে।
২০২২ সাল কারও কাছে যেমন আনন্দের ছিল, ঠিক তার উল্টো বিষাদময়। তাই এই নতুন বছর সবার জীবনে আনন্দ বয়ে আনবে এমন প্রত্যাশায় সবার।