অর্থ বাণিজ্য

স্বনির্ভর দেশ গড়তে রাজস্ব আহরণের বিকল্প নেই: এনবিআর চেয়ারম্যান

 

বিদেশি সাহায্যের উপর ভর করে স্বনির্ভর বাংলাদেশ বির্নিমাণ সম্ভব নয় । সমৃদ্ধ দেশ গড়তে রাজস্ব আহরনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আয়কর দিবসের উদ্বোধন করে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে সবার আয়কর প্রদান নিশ্চিত করতে হবে।
আয়কর বিষয়ে জনসচেতনা বৃদ্ধির জন্য রাজধানীর রাজস্ব ভবন প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
যোগ দেন দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের ব্যক্তিত্বসহ নানা শ্রেনী পেশার মানুষ।
এর আগে- আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে আয়করের বিকল্প নেই। বিদেশী সাহায্য দিয়ে দেশকে স্বনির্ভর করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে ৪ কোটি মানুষ আয়কর দিতে সক্ষম। অথচ কর দিচ্ছে মাত্র ১ শতাংশ মানুষ।
যার যার অবস্থান থেকে আয়কর প্রদানের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকা আরো গতিশীল করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।

Related Articles

Leave a Reply

Back to top button