ক্রীড়াঙ্গন
স্পেন-জার্মানির লড়াই আজ

কাতার বিশ্বকাপের লড়াই মাঠে আজ (রোববার) মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন আর জার্মানি। দোহার আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ‘ই’ গ্রুপের ম্যাচটি।
জাপানের কাছে ২-১ গোলের হারে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। আর তাই আজকের হার কিংবা ড্রও বিদায়ঘণ্টা বাজিয়ে দিতে পারে তাদের।
অন্যদিকে কোস্টারিকাকে ৭-০ গোলে বিশ্বকাপ শুরু করেছে তারুণ্যনির্ভর স্পেন।
বাঁচামরার ম্যাচে জার্মানদের সামনে তাই কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। আর সেই পরীক্ষার ফলাফলের জবাব পাওয়া যাবে আজ রাতেই!