বিনোদুনিয়া

স্ত্রী রিয়া মনি কে নিয়ে অভিমান ভেঙে আবার সিনেমার কাজে হিরো আলম

স্ত্রী রিয়া মনিকে নিয়ে অভিমান ভেঙে আবার সিনেমার কাজে হিরো আলম

কয়েক মাস ধরে চলা মান অভিমান ভুলে একসাথে কাজে ফিরলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি। গাজীপুরের কাপাসিয়ার পদ্ম বিলে তারা অংশ নেন নতুন সিনেমা ‘ আইলা চোরা’ এর একটি গানের শুটিং।

দীর্ঘদিন একসাথে কোন কাজে দেখা না গেলেও এইবার একসাথে পর্দায় ফিরছেন এই দম্পতি। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহে দূরত্ব তৈরি হয়েছিল।তবে সব সমস্যা দূরে ফেলে আবার কাজে ফিরলেন তারা।

হিরো আলম বলেন, আমার আর রিয়ার মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু একসাথে কাজ করতে গিয়ে অনেক কিছু ঠিক হয়ে যায়।এখন সিনেমার গানের শুটিং চলছে নতুন এ গানটি খুব স্পেশাল।

পরিচালক জানান, এই গানের মাধ্যমে শুধু একটি সিনেমা নয় একটি সম্পর্কের নতুন শুরু ও তুলে ধরা হয়েছে। গানের শুটিং স্থানীয় জনসাধারণের ভিড় ও ছিল চোখে পড়ার মতো।

শাওন আশরাফ পরিচালিত ‘ আইলা চোরা’ সিনেমায় আরও অভিনয় করেছেন , চিত্রনায়িকা একা, চিত্রনায়িকা নিশু,কাজী হায়াৎ, আনোয়ার সিরাজি, পীরজাদা হারুন,জ্যাকি, গাঙগুয়া, আইরিন,পরান, এবিএম সোহেল রশিদ,অলি সহ আরও অনেকেই । সিনেমা টি আগামী বছর মুক্তি পাবে।

Related Articles

Leave a Reply

Back to top button