স্টারলিঙ্ক: বাংলাদেশ-ভারতের প্রযুক্তি ও ভূরাজনীতিতে নতুন মেরুকরণ

বিশ্বব্যাপী ইন্টারনেট সেবার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্টারলিঙ্ক এখন ভারত ও বাংলাদেশে প্রবেশের দ্বারপ্রান্তে। যদিও দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান ভিন্ন, তবুও স্টারলিঙ্ককে ঘিরে তাদের আগ্রহ প্রায় অভিন্ন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস – দুজনেই স্টারলিঙ্ককে নিজ নিজ দেশে আনতে আগ্রহী। ফেব্রুয়ারি মাসে মোদী যখন আমেরিকায় ইলন মাস্কের সঙ্গে সরাসরি বৈঠক করেন, তখন একই দিনে ড. ইউনূসও মাস্কের সঙ্গে দীর্ঘ টেলিফোন আলাপ করেন।
এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয় এবং মাত্র ৯০ দিনের মধ্যে স্টারলিঙ্ক চালু করা সম্ভব বলে জানানো হয়। ইতোমধ্যে স্টারলিঙ্কের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে প্রয়োজনীয় পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে। একইভাবে, ভারতেও এয়ারটেল ও রিলায়েন্স জিও স্টারলিঙ্কের সঙ্গে সমঝোতা করেছে, যা দেশটিতে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সহজলভ্য করার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে।
সুতরাং ভারত ও বাংলাদেশ – দুই প্রতিবেশী দেশেই স্টারলিঙ্কের পরিষেবা পাওয়াটা এখন নেহাত আর কিছু সময়ের অপেক্ষা বলেই ধরে নেয়া হচ্ছে, যদিও অতীত অভিজ্ঞতা বলে এই দুটো দেশেই বাণিজ্যিক ক্ষেত্রে শেষ মুহূর্তেও নানা ধরনের জটিলতা তৈরি হয়ে থাকে।
স্টারলিঙ্ক কী এবং কেন এত আলোচিত?
স্টারলিঙ্ক মূলত একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা নিম্ন-কক্ষপথ (LEO) স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ইউজার টার্মিনালের সঙ্গে সংযোগ স্থাপন করে ইন্টারনেট সরবরাহ করে। প্রচলিত ব্রডব্যান্ডের তুলনায় এটি দ্রুত এবং বেশি বিস্তৃত পরিষেবা দিতে সক্ষম।
ইলন মাস্ক দাবি করেছেন, মহাকাশে স্টারলিঙ্কের এই ‘মেগাকনস্টেলেশন’ প্রতি পাঁচ বছর অন্তর অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে ঢেলে সাজানো হবে এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা স্টারলিঙ্ক গ্রাহকরা তার সুবিধা পাবেন।
সাবেকি ব্রডব্যান্ড সার্ভিস যেখানে ভূগর্ভস্থ কেবল বা টাওয়ারের ওপর নির্ভরশীল, স্টারলিঙ্কের স্যাটেলাইটগুলো কিন্তু পৃথিবীর বুকে ছোট ছোট ‘ইউজার টার্মিনালে’র সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমেই ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে।
যেহেতু এক্ষেত্রে টাওয়ার বসানোর বা মাটির নিচে কেবল পাতার কোনো ঝামেলা নেই, তাই দুর্গম প্রত্যন্ত প্রান্তরে বা গ্রামীণ এলাকাতেও খুব সহজে স্টারলিঙ্কের পরিষেবা পাওয়া সম্ভব। গ্রাহকের কাছে শুধু কোম্পানির ছোট ‘ইউজার টার্মিনাল’টি থাকলেই যথেষ্ঠ। অতি দুর্গম জায়গা থেকেও বেশ সহজে স্ট্রিমিং, ভিডিও কল, অনলাইন গেমিং বা রিমোট ওয়ার্কিং করা যায় বলেই স্টারলিঙ্ক দুনিয়া জুড়ে এত জনপ্রিয় হয়েছে।
দক্ষিণ এশিয়ায় স্টারলিঙ্কের সম্ভাবনা ও ভূরাজনৈতিক দৃষ্টিকোণ
বর্তমানে ভুটান দক্ষিণ এশিয়ায় স্টারলিঙ্কের একমাত্র দেশ, যেখানে এই পরিষেবা চালু হয়েছে। ভারত ও বাংলাদেশ যে দেশ আগে এটি চালু করবে, সেটাই হবে এই অঞ্চলে স্টারলিঙ্কের দ্বিতীয় গন্তব্য। এমনকি মিয়ানমারও স্টারলিঙ্ক পরিষেবা পাওয়ার আশায় রয়েছে।
স্টারলিঙ্কের প্রবেশ শুধুমাত্র প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক নয়, এটি আন্তর্জাতিক ভূরাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও কাজ করছে। স্টারলিঙ্কের মাধ্যমে ভারত এবং বাংলাদেশ উভয়েই তাদের ডিজিটাল কানেক্টিভিটি বাড়ানোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্কও আরও মজবুত করতে চাইছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি আমেরিকার একটি নতুন কৌশল, যেখানে তারা দেশগুলোর প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির পাশাপাশি ইন্টারনেট পরিষেবা দিয়ে আরও বেশি প্রভাব বিস্তার করতে চাইছে।
জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব
ভারতে স্টারলিঙ্ক নিয়ে প্রথম দিকে উদ্বেগ ছিল জাতীয় নিরাপত্তা ও মনিটরিংয়ের বিষয়ে। সম্প্রতি মণিপুরে সংঘাতের সময় অবৈধভাবে ব্যবহৃত স্টারলিঙ্ক ডিভাইস উদ্ধারের পর এই উদ্বেগ আরও বাড়ে। তবে এয়ারটেল ও জিও-র মতো দেশীয় কোম্পানির মাধ্যমে স্টারলিঙ্ক পরিচালিত হলে নিরাপত্তা ঝুঁকি কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশের জন্য স্টারলিঙ্কের অর্থনৈতিক সুবিধা বিশাল হতে পারে। দেশে দ্রুতগতির ইন্টারনেটের অভাব রয়েছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে। স্টারলিঙ্কের মাধ্যমে সহজেই সেসব জায়গায় ইন্টারনেট সংযোগ পৌঁছানো সম্ভব হবে। তবে প্রশ্ন রয়ে গেছে—এই সেবার মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে কি না।
প্রযুক্তি প্রতিযোগিতার নতুন অধ্যায়
স্টারলিঙ্কের আগমনে ভারত ও বাংলাদেশের বিদ্যমান টেলিকম অপারেটররা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশেষ করে বাংলাদেশে গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং টেলিটকের মতো টেলিকম কোম্পানিগুলো কীভাবে প্রতিযোগিতায় টিকে থাকবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা চলছে।
ভারতে জিও এবং এয়ারটেল ইতোমধ্যে স্টারলিঙ্কের সঙ্গে কাজ শুরু করলেও, বাংলাদেশে এখনো স্পষ্টভাবে জানানো হয়নি কোন কোম্পানি এই সেবার সঙ্গে অংশীদারিত্ব করবে। ফলে স্থানীয় টেলিকম বাজারের ওপর কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে সংশয় রয়ে গেছে।
ভবিষ্যতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
ভারত ও বাংলাদেশে স্টারলিঙ্ক চালুর বিষয়ে অনুমোদন প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। তবে অনুমোদন পেলে এটি দুদেশের ইন্টারনেট খাতকে আমূল পরিবর্তন করে দিতে পারে।
কিন্তু বড় প্রশ্ন হলো, এই পরিষেবা ব্যবহার করে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপর বাইরের শক্তিগুলো কতটা প্রভাব বিস্তার করতে পারবে? জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস না করেই কীভাবে স্টারলিঙ্ক পরিচালিত হবে, সেটাই এখন দেখার বিষয়।
স্টারলিঙ্ক শুধুমাত্র একটি ইন্টারনেট পরিষেবা নয়, এটি ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থার একটি বড় অংশ হয়ে উঠতে পারে। এটি যেমন উন্নত ইন্টারনেট সুবিধা এনে দিতে পারে, তেমনি বিদ্যমান টেলিকম বাজারের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এখন দেখার বিষয়, ভারত ও বাংলাদেশ কীভাবে এই প্রযুক্তিকে গ্রহণ করে এবং এটি তাদের ডিজিটাল অবকাঠামোতে কীভাবে সংযুক্ত হয়। সূত্র : বিবিসি