বিনোদুনিয়া
স্ক্রিনপ্লে ল্যাব জিতেছেন মিমি-তানভীরের ‘লাল বাতির নীল পরীরা’

‘ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’ জিতেছে বাংলাদেশের নির্মাতা আফসানা মিমি ও তানভীর হোসাইনের যৌথ প্রজেক্ট ‘লাল বাতির নীল পরীরা’। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর অংশ হিসেবে ২২ জানুয়ারি আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে শুরু হয় ‘ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’। চার দিনব্যাপী এই কর্মশালার শেষ দিন ২৬ জানুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
এতে দ্বিতীয় স্থান লাভ করেছে ভারতের নির্মাতা ঈশান শার্মার ‘কবুতর’ এবং তৃতীয় পুরস্কার পান শ্রীলঙ্কার নির্মাতা বাভানিধা লোগানাথানের ‘কুট্টু’। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে এসব পুরস্কার ঘোষণা করা হয়।
এবার এই ফিল্ম হাটে দক্ষিণ এশিয়ার ১০ জন নির্মাতা তাদের সম্ভাব্য সিনেমার প্রজেক্ট নিয়ে হাজির হয়েছিলেন চলচ্চিত্র উৎসবে। এই আয়োজনে বৈশ্বিক চলচ্চিত্র শিল্পের প্রযোজক, পরিবেশকসহ অন্যান্য কলাকুশলীদের সঙ্গে নির্মাতাদের আলোচনা হয়। কয়েক দিনের যাচাই-বাছাইয়ের পর চার নির্মাতার তিনটি প্রজেক্টের ওপর মেন্টরশিপ ও অর্থায়নের (ফান্ডিং) সুযোগ দেয়া হচ্ছে।
পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীরা যথাক্রমে ৫, ৩ ও ২ হাজার মার্কিন ডলার পাবেন। এবার আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ১০৯টি প্রজেক্ট জমা পড়ে। বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ের পাঁচজন জুরির মূল্যায়নে ১০টি প্রজেক্টকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এর মধ্য থেকে তিনটি চূড়ান্ত মনোনয়ন পেল।
‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মেন্টরিং ও পিচিং প্ল্যাটফর্ম। নির্বাচিত এ প্রকল্পগুলো এ উৎসবের স্ক্রিনপ্লে ল্যাবে অংশ নিয়ে দক্ষিণ এশীয় ফিল্ম মার্কেট, ফিল্ম হাট-এ তারা তাদের প্রকল্পগুলো উপস্থাপন করেছেন। অর্থায়নের জন্য প্রযোজক ও পরামর্শদাতাদের সঙ্গে দেখা করে এই প্রকল্পগুলোয় নিজেদের ধারণাগুলো বিকাশের পরামর্শ পান তারা।