ক্রীড়াঙ্গন

সৌরভ গাঙ্গুলি ঢাকায় আসছেন আজ

আজ বৃহস্পতিবার একদিনের সফরে ঢাকায় আসছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র কাপের উদ্বোধন করবেন তিনি। তবে তিনি মূলত একটি ব্যাংকের প্রচারণায় অংশ নেয়ার জন্য ঢাকায় পাড়ি জমাচ্ছেন। ভারতের এই সাবেক অধিনায়কের সঙ্গে তার স্ত্রী ডোনা গাঙ্গুলিও থাকার কথা রয়েছে।

বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির মেয়র কাপের আয়োজকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে এই ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ শুরু হতে যাচ্ছে।

আয়োজকরা জানায়, এদিন বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডিএনসিসি মেয়র কাপ টুর্নামেন্টের উদ্বোধন করবেন ভারতীয় ক্রিকেট দলের এই সাবেক ওপেনার।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাংকের প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button