জাতীয়

সৌদিতে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল

করোনা পরিস্থিতির ফের অবনতি হওয়ায় আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে নতুন করে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সৌদি সরকার সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে।

সোমবার (২১ ডিসেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রয়োজনে এ নিষধাজ্ঞা আরও বাড়ানো হতে পারে। নিষেধাজ্ঞা কার্যকর করতে দেশটির অভ্যন্তরে থাকা সব বিদেশি এয়ারলাইন্সকে ফিরে যেতে বলা হয়েছে। এ নিষেধাজ্ঞা জেনারেল অ্যাভিয়েশন ও পণ্যবাহী উড়োজাহাজ চলাচলের জন্যও কার্যকর হবে।

সোমবার (২১ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যাবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেশ কিছু এয়ারলাইন্স সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করছিল। সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীদের ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button