বিশ্ব

সৌদিতে এবার নারী ট্রেন চালক নিয়োগের বিজ্ঞাপন!

সৌদি আরবে প্রথমবারের মতো রেল কোম্পানির ৩০টি পদে নারী চালক নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে। ওই পদে দরখাস্ত করেছেন ২৮ হাজার সৌদি নারী। খবর: বিবিসি।

বিবিসি সেই প্রতিবেদনে জানা যায়, রক্ষণশীল মুসলিম দেশটিতে, প্রথমবারের মতো, এই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ নারীরা এক বছরের প্রশিক্ষণ শেষে পবিত্র নগরী মক্কা ও মদিনায় উচ্চগতির ট্রেন চালানোর দায়িত্ব পাবেন।

সম্প্রতি বছরগুলোতে প্রিন্স সালমান অর্থনীতিকে তেল নির্ভরশীলতা থেকে সরিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন।

যার মধ্যে রয়েছে নারীদের গাড়ি চালানো ও এক একা ভ্রমণের অনুমতি দেওয়া।

এসব পরিবর্তনের কারণেই গত পাঁচ বছরে সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ প্রায় দ্বিগুণ হয়েছে।

দেশটিতে এখন প্রায় ৩৩ শতাংশ নারী ঘরের বাইরে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button