Leadজাতীয়

সোহরাওয়ার্দীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে মানুষের ঢল

ঢাকা : ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এই কর্মসূচিতে বিএনপি-জামায়াত ও এনসিপিসহ রাজনৈতিক দল ছাড়াও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় গণজামায়াতে শুরু কথা থাকলেও সকাল থেকেই আসছে ছোট-বড় মিছিল। হাতে বাংলাদেশ-ফিলিস্তিনের পতাকা ও স্লোগান সংবলিত প্ল্যা-কার্ড। দেশের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন হাজারো মানুষ। এরই মধ্যে লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের সব এলাকা।

গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকায় ‘মার্চ ফর গাজা কর্মসূচি’র আয়োজন। বেলা ১১টার দিকে বায়তুল মোকাররম ও বাংলামোটর থেকে মিছিল নিয়ে রওনা হয় জামায়াতে ইসলামী। এসময় তাদের হাতে ছিলো বাংলাদেশ-ফিলিস্তিনের পতাকা। বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগানও দেন তারা।

স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিলিত হন। মিছিলে অংশ নেয়া অধিকাংশের হাতে হাতে রয়েছে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। সবার লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান, সেখানেই গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়াই লক্ষ্য সবার।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে একই মঞ্চে দেখা মিললো বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তাসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের।

সমাবেশে উপস্থিত হওয়া ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ফিলিস্তিনে প্রতিদিন শিশু মরছে, মা কাঁদছে। আমরা আর চুপ করে থাকতে পারি না।

রাজধানীর শনির আখড়া থেকে আসা মো. ফারুক জানিয়েছেন, আমরা যাচ্ছি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আমরা হয়ত কোনো জোরালো পদক্ষেপ নিতে পারবো না। আমাদের সামর্থ্য এতটুকুই। শুধু গাজাবাসীর জন্য যাচ্ছি।

গণজমায়েত মূল আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। বক্তব্য রাখবেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ অনেকে।

প্রতিবাদের আওয়াজ সবার কানে পৌঁছাতে উদ্যানজুড়ে লাগানো হয়েছে অংসখ্য মাইক। বিশেষ কারণে টিএসসির মেট্রোস্টেশন বন্ধ রাখা হয়েছে। তবে, সব পরীক্ষার্থীর জন্য রাস্তা থাকছে বিশেষভাবে উন্মুক্ত। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলাবাহিনী।

এই কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন, এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া।

নিউজ নাউ বাংলা / ১২ এপ্রিল ২০২৫/ জেডআরসি

Related Articles

Leave a Reply

Back to top button