আন্তর্জাতিক

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ১১

সোমালিয়ায় আত্মঘাতী এক বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১১ জন । এ ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন।  ভয়াবহ এ হামলায়  নিহতদের মধ্যে সাধারণ জনগণ ও দেশটির সরকারি সেনারাও রয়েছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দেশটির রাজধানী মোগাদিসুতে হামলার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা ও বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

তবে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবারের এই আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন ৯ জন। তাদের মধ্যে ৬ জনই দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া বাকি তিনজন সাধারণ মানুষ। এছাড়া হামলায় আরও ১১ জন আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী এএফপি’কে জানিয়েছেন, ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে শেষ করে দেয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।’

এদিকে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে উৎখাতে দীর্ঘদিন ধরে তারা লড়াই চালিয়ে আসছে। এই হামলার নিন্দা জানিয়েছেন সোমালিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রুবল।

Related Articles

Leave a Reply

Back to top button