জাতীয়

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায়, বামপন্থী ছাত্রসংগঠনগুলো ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারদের মুক্তি ও মুশতাকের মৃত্যুর বিচারের দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে।

দাবি মানা না হলে ১ মার্চ (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।

সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাহবাগ অবরোধ করেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।

বাম সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী প্রতিবাদী কর্মসূচি ঘোষণা করেন। দাবি আদায়ে আজ সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র-জনতার মশাল মিছিল করবেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button